রাজায়–রাজায় যুদ্ধ!
ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
প্রযুক্তিকে
কেন্দ্র
করে
বাগ্যুদ্ধে
জড়িয়ে
পড়েছে
টেসলার
প্রধান
নির্বাহী
ইলন
মাস্ক
ও
ফেসবুকের
প্রধান
নির্বাহী
মার্ক
জাকারবার্গ। সোমবার
ফেসবুক
লাইভে
এক
ব্যবহারকারীর
প্রশ্নের
উত্তরে
মার্ক
বলেন,
যাঁরা
কৃত্রিম
বুদ্ধিমত্তা
নিয়ে
ধ্বংসযজ্ঞের
আশঙ্কা
প্রকাশ
করেছেন,
তাঁরা
আসলে
দায়িত্বজ্ঞানহীন। নাম
উল্লেখ
না
করলেও
তাঁর
এ
বক্তব্য
সরাসরি
ইলন
মাস্কের
বিরুদ্ধেই
যায়। এতে
আঁতে
ঘা
লেগেছে
মাস্কের। অন্যদিকে
কোনো
রকম
রাখঢাক
ছাড়াই
টুইটারে
মাস্ক
পাল্টা
লিখেছেন,
এ
বিষয়ে
(এআই)
মার্ক
জাকারবার্গের
জ্ঞান
খুবই
সীমিত।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে
কাজ
করলেও
এর
পরিণতি
মানব
সম্প্রদায়ের
বিপক্ষে
যাবে
বলে
প্রায়ই
শঙ্কা
প্রকাশ
করেন
ইলন
মাস্ক। এআই
নিয়ে
আইন
করার
আহ্বান
জানিয়েছেন
তিনি। এমনকি
সভ্যতার
বিপক্ষে
একে
সবচেয়ে
বড়
হুমকি
বলেও
উল্লেখ
করেছেন।
ঠিক ইলন মাস্কের
মতো
বড়
পরিসরে
না
হলেও
মার্ক
জাকারবার্গও
এআই
নিয়ে
কাজ
করছেন। তবে
এ
বিষয়ে
মার্কের
মতাদর্শ
সম্পূর্ণ
ভিন্ন। সোমবারের
ফেসবুক
লাইভ
আলোচনায়
বলেছেন
যে
তিনি
কৃত্রিম
বুদ্ধিমত্তার
উন্নয়ন
নিয়ে
আশাবাদী। জাকারবার্গ
বলেন,
‘আমি
মনে
করি
তাঁরা
নিন্দুক
এবং
“সভ্যতার
সমাপ্তি”-এর
মতো
বিষয়
নিয়ে
নাটক
করার
চেষ্টা
করছেন—এর
কিছুই
আমার
মাথায়
ঢুকছে
না। আমি
মনে
করি
এটি
নেতিবাচক
এবং
অনেক
দিক
দিয়ে
বেশ
দায়িত্বজ্ঞানহীন।’
এরপর মার্ক যোগ
করেন,
‘আগামী
পাঁচ
থেকে
দশ
বছরে
কৃত্রিম
বুদ্ধিমত্তা
আমাদের
জীবন
অনেক
উন্নত
করবে। আপনি
যদি
এর
বিপক্ষে
তর্ক
করেন,
তবে
আপনি
নিরাপদ
গাড়ির
বিপক্ষে
কথা
বলছেন
যা
দুর্ঘটনায়
পড়বে
না,
আপনি
উন্নত
রোগনির্ণয়ের
বিপক্ষে
বলছেন,
যখন
মানুষ
অসুস্থ
হয়ে
পড়বে।’
এরপর ইলন মাস্ক
টুইটারে
লেখেন,
‘আমি
এ
নিয়ে
মার্কের
সঙ্গে
কথা
বলেছি। এ বিষয়ে
তাঁর
জ্ঞান
বেশ
সীমাবদ্ধ।’ এটুকু
হয়তো
উড়িয়ে
দেওয়া
যেত। তবে
ইলন
মাস্ক
এক
টুইটে
সীমাবদ্ধ
থাকেননি। এরপরই
লেখেন,
এআই
বৃদ্ধি
পাচ্ছে
দ্বিগুণ
গুণিতক
(ডাবল
এক্সপোনেনশিয়াল)
গতিতে,
সেটা
হার্ডওয়্যার
ও
সফটওয়্যার
দুই
ক্ষেত্রেই।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভবত
বর্তমান
সময়ের
সবচেয়ে
‘গরম’
বিষয়গুলোর
একটি। আর এর
উত্তাপ
ছড়িয়ে
পড়েছে
তথ্যপ্রযুক্তির
ক্ষমতাধর
এই
দুই
প্রধান
নির্বাহীর
মধ্যেও। তাঁদের
প্রতিদিনের
কাজে
কৃত্রিম
বুদ্ধিমত্তার
সংশ্লিষ্টতা
ঠিক
কটটুকু
তা
বলা
মুশকিল। তবে
এতটুকু
অন্তত
বলা
যায়,
মার্ক
কিংবা
মাস্ক
দুজনেই
জানেন
তাঁরা
ঠিক
কী
নিয়ে
কথা
বলছেন।
কে ঠিক আর
কে
ভুল
তা
বলার
সময়
এখন
নয়। তবে
এ
আলোচনায়
এলোন
মাস্ক
অন্তত
একদিক
থেকে
এগিয়ে
আছেন। কোনো
কারণে
যদি
মানুষের
কাছ
থেকে
একদল
রোবট
পৃথিবী
দখল
নিয়ে
নেয়,
তবে
মাস্ক
তাঁর
বিজয়
দাবি
করতে
পারবেন
(অবশ্যই
নিরাপদ
কোথাও
থেকে)। আর তা
যদি
নাও
হয়,
তিনি
বলতে
পারবেন
এখনো
সময়
আসেনি।
যাহোক, লড়াইয়ের দ্বিতীয়
পর্বের
দিকে
মুখিয়ে
আছে
সবাই।
সূত্র: ম্যাশেবল
0 comments:
Post a Comment