আপনার সব তথ্য গুগলের হাতে

আপনার সব তথ্য গুগলের হাতে


গুগল


ব্যবহারকারী গুগলে যেসব বিষয় সার্চ বা অনুসন্ধান করেন, তার পরিপূর্ণ তালিকা রাখে গুগল সার্চ ইঞ্জিনটি সার্চ, ব্রাউজিং হিস্টরিসহ সব তথ্য সংগ্রহ করে রাখে তবে ব্যবহারকারী চাইলে তাঁর মাই অ্যাক্টিভিটি পেজ থেকে এসব তথ্য মুছে দিতে পারেন

গুগলে সাইন ইন করা অবস্থায় যা কিছু সার্চ বা অনুসন্ধান করা হয়, তা গুগলে যুক্ত হয় গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে যে ওয়েবসাইটে যাবেন, সে সাইটের তথ্য সংগ্রহ করে সময় তারিখের হিসাবে তালিকা করে রাখে গুগল পরে ব্যবহারকারী এসব তথ্য সার্চ করে পেতে পারেন

গুগল কর্তৃপক্ষের ভাষ্য, ধরনের তথ্য জরুরি দরকারে কাজে লাগানো যায় যদি আগে দেখা কোনো ওয়েব পেজের অংশবিশেষের নাম বা দেখার তারিখ মনে থাকে, তবে তা সার্চ করে বের করা যায় ব্যবহারকারীর প্রয়োজনেই এই তালিকা করে গুগল এতে গুগল সার্চ করার সময় প্রাসঙ্গিক বিষয় গুগল দেখাতে পারে

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, ব্যবহারকারীর সুবিধার কথা বলা হলেও গুগল মূলত বিজ্ঞাপন দেখাতে এমন তথ্য সংগ্রহ করে তবে ব্যবহারকারী চাইলে এই তথ্য সংগ্রহের বিষয়টি বন্ধ করে দিতে পারেন জন্য গুগলের অ্যাক্টিভিটি কন্ট্রোল পেজে যেতে হবে

তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট

Share on Google Plus

0 comments:

Post a Comment

Updates
   24  
News    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন