অবসর সময়কে কাজে লাগাবেন কিভাবে?
আজকাল কাজের ব্যস্ততায় ‘অবসর’ বলেও যে একটা শব্দ আছে সেটা যেন আমরা ভুলেই গেছি।তারপরও ব্যবসা বা চাকুরী যাই করুন না কেন, মাঝে মাঝে কাজের ফাঁকে কিছুটা সময়তো ফ্রি থাকতেই পারেন। ফ্রি পাওয়া সময়টাকেও আপনি কাজে লাগাতে পারেন বিভিন্ন ভাবে। ফ্রি থাকা সময়টাতেও অনেক আনন্দ দায়ক কাজও করতে পারেন। কিভাবে আপনি ফ্রি সময় কাটাবেন
এটা
যদি
কোন
ভাবেই
আপনার
মাথায়
না
আসে
তাহলে
এসডি
এশিয়ার
আজকের
আর্টিকেলটি
পড়ে
দেখতে
পারেন,
বিভিন্ন বিষয়ের বই পড়তে পারেন
বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইলে অনেক বেশী পড়াশুনা করতে হয়।তাই ব্যবসা, চাকুরী বা মজার বিষয় সম্পর্ক জানতে অনেক বেশী বই পড়তে হবে। য়ের মত বিভিন্ন
অনলাইন
সাইটেও
ঢুঁ
মারতে
পারেন।
নেটওয়ার্কিংয়ের কাজ করতে পারেন
ব্যবসা বা চাকুরী ক্ষেত্রে এখন সবচেয়ে বেশী দরকারি বিষয় হল নেটওয়ার্কিং। এখন যে যত বেশী নেটওয়ার্কিং করতে পারে তার নিজের জন্যই তত বেশী লাভ। সেদিক থেকে অবসরের সময়টা নেটওয়ার্কিংয়ের
জন্যও
কাজে
লাগাতে
পারেন।
ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন
আপনার সামনের দিনগুলোতে কি কি কাজ করতে চান। কিভাবে আরও ব্যবসাকে বাড়িয়ে নিতে পারবেন। কি কি উপায় অবলম্বন
করলে
সময়
বাঁচানো
যায়
এসব
চিন্তা
করতে
পারেন। কারণ ছুটি কাটানোর সময় মাথা অনেক চাপমুক্ত থাকে। তাই চাপমুক্ত থাকা অবস্থায় যেসব বুদ্ধি আসবে তার বেশীর ভাগই অনেক কাজে আসবে।
ঘুমাতে পারেন
সবচেয়ে বড় কথা নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। আর অনেক কাজের ব্যস্ততায় দেখা যায় ঠিকমত ঘুমও হয় না। তাই অবসর সময়টাতে
শান্তি
মত
ঘুমিয়ে
নিতে
পারেন।যথেষ্ট ঘুম হলে মন এবং শরীর দুটোই ভাল থাকবে।
ব্যায়াম করতে পারেন
অবসর সময়ে কিছু ফ্রি হ্যান্ড অ্যাক্সারসাইজ করলে শরীর ঝরঝরে হয়ে যাবে। তাই অবসর সময়টাতে
কিছু
শারীরিক
পরিশ্রম
করতেই
পারেন। বিশেষ করে যদি দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ না থাকে তবে সকাল কিংবা বিকালে আশে পাশের খোলা স্থান থেকে হেঁটে আসতে পারেন।
0 comments:
Post a Comment