উইন্ডোজ সাতের দরকারি টিপস
উইন্ডোজ সাতের দরকারি টিপসডেস্কটপ স্লাইডশো: উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে এবং নতুন অনেক ডেস্কটপে আকর্ষণীয় ওয়ালপেপার আছে এবং এগুলো থেকে কোনটি রাখবেন সেটি বাছাই করা বেশ কঠিন হয়ে যায়। তাই চাইলেই প্রতিটি
ওয়ালপেপারকে
একের
পর
এক
(স্লাইডশো)
দেখানোর
ব্যবস্থা
করা
যায়। এ জন্য ডেস্কটপে মাউসের ডান বোতাম চেপে Personalise নির্বাচন করে সেটি খুলুন। Desktop
Background-এ
ক্লিক
করে
select all-এ
ক্লিক
করুন। Change picture every: থেকে কতক্ষণ পর সেটি দেখতে চান সেটি নির্ধারণ করে Save changes চাপুন। তাহলে এখানে থাকা সব ছবি নির্বাচন এবং সংরক্ষণ হয়ে পর্দায় একের পর আরেক ছবি দেখাবে। চাইলেই নিজের পছন্দমতো ছবি স্লাইডশোর মাধ্যমে দেখানো যাবে এ জন্য Browse থেকে যে ছবি দেখাতে চান সেটি নির্বাচন করে এবং আগের কাজগুলো সম্পন্ন করে Save changes চাপতে হবে।
লগ-ইন পর্দা কাস্টমাইজ: চাইলেই উইন্ডোজ ৭ এর লগ-ইন পর্দায় পরিবর্তন আনা যায়। এ জন্য স্টার্ট মেনু থেকে রান চালু করে regedit লিখে এন্টার করুন। এবার
HKEY_LOCAL_MACHINEoftwareMicrosoft
WindowsCurrentVersionAuthenticationogonUIackground খুঁজে নিন। এখানে Background এ মাউসের ডান ক্লিক করে New থেকে DWORD (32-bit) value নির্বাচন
করে
OEMBackground নামের একটি নতুন DWORD তৈরি করুন। এবার OEMBackground নামের ডিওয়ার্ডে
দুই
ক্লিক
করে
Value data ঘরের
মান
1 লিখে
OK করুন। এবার backgroundDefault. jpg নামের ২৫৬ কিলোবাইট সাইজের নিজের পছন্দমতো একটি ফাইল তৈরি করে নিন। এবার
C:Windowssystem 32oobe ফাইল গিয়ে info নামের একটি ফোল্ডার খুলুন এবার info ফোল্ডারে ঢুকে আবারও backgrounds নামের ফ্লোডার খুলে সেখানে backgroundDefault.jpg নামের ফাইলটি রাখুন। এবার কম্পিউটার রিস্টার্ট করলে লগ-ইন পর্দায় আপনার নিজের পছন্দমতো ছবি সেট হয়ে যাবে।
0 comments:
Post a Comment