জিমেইলে ভুলে পাঠানো বার্তা বাতিল করতে চান?
জরুরি কোনো ই-মেইল পাঠানোর পর মনে হতে পারে, ইশ! জরুরি কথাটাই লিখতে ভুলে গেছেন কিংবা যাঁকে পাঠানোর কথা ছিল তাঁকে না পাঠিয়ে আরেকজনকে পাঠিয়েছেন। হরহামেশা এমন সমস্যায় পড়তেই পারেন! তবে জিমেইলের আন্ডু সেন্ড ল্যাব সুবিধাটি আপনাকে বার্তা পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে সেটিকে প্রত্যাহার করে ভুল শুধরে সেটিকে আবার পাঠানোর সুবিধা দেয়। ফলে আপনার ভুল করে পাঠানো ই-মেইল ৩০ সেকেন্ডের
মধ্যে
সংশোধন
করতে
পারবেন।
যা করবেন
এ জন্য জিমেইলের আন্ডু সেন্ড ল্যাব ফিচারটি চালু করতে হবে। তাহলেই ভুল বার্তা বাতিলের সুবিধা পাওয়া যাবে। ফিচারটি
চালু
করতে
জিমেইলে
লগইন
করে
ওপরের
ডানে
গিয়ার
মেনু
থেকে
Settings-এ
যেতে
হবে। সেখানে General ট্যাবে ক্লিক করলে দরকারি সেটিংসগুলো দেখা যাবে। এখান থেকে
Undo Send সেকশনে
গিয়ে
Enable Undo Send এর পাশে টিক চিহ্ন দিতে হবে। নিচের Send cancellation period থেকে পছন্দের
সময়
নির্বাচন
করতে
হবে। ডিফল্ট ৩০ সেকেন্ড দেওয়া যেতে পারে। এরপর নিচে থাকা Save Changes বোতাম চেপে সেটিংস সংরক্ষণ
করতে
হবে। এটি সক্রিয় করলে ব্যবহারকারীর মেইল ঠিকানা এই সুবিধার জন্য তালিকাভুক্ত হবে। ফলে যেকোনো মেইল পাঠানোর
পর
কমপক্ষে
৫
এবং
সর্বোচ্চ
৩০
সেকেন্ডের
মধ্যে
মেইল
প্রত্যাহারের
সুযোগ
থাকবে।
এ সুবিধা চালুর পর যখনই কাউকে বার্তা পাঠানোর জন্য সেন্ড বোতাম চাপলে জিমেইলের ওপরের পপ-আপে Your message has been sent. লেখার সঙ্গে Undo or View message দেখাবে। এখানে Undo চাপলে তৎক্ষণাৎ সেই মেইলটি বাতিল হবে এবং সংশোধনীর জন্য নতুন করে কম্পোজ উইন্ডো খুলে যাবে। প্রয়োজনীয় সংশোধনী এনে আবার Send বোতাম চাপলে কাঙ্ক্ষিত প্রেরকের কাছে চলে যাবে।
0 comments:
Post a Comment