অ্যাপ দিয়ে ‘দেখতে পাবেন’ দৃষ্টি প্রতিবন্ধীরা
ছবি- রয়টার্স
দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় নতুন একটি আইওএস অ্যাপ উন্মোচন করেছে মাইক্রোসফট।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই অ্যাপটি দৃষ্টি প্রতিবন্ধীদের আশপাশে কি রয়েছে তা জানিয়ে দেয়, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম
আইএএনএস-এর প্রতিবেদনে।
অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘সিয়িং এআই’। এতে আইফোন পার্কের
দিকে
মুখ
করে
রাখলে
ক্যামেরার
মাধ্যমে
পার্কটি
কেমন
দেখতে
তা
বর্ণনা
করা
হবে।
একইভাবে রেস্টুরেন্ট বিলের দিকে ক্যামেরা রাখলে তা বলে দেবে কতো বিল হয়েছে বা অন্য যে কোনো বস্তুর দিকে ক্যামেরা রাখলে অ্যাপটি তা বর্ণনা করে শোনাবে।
মাইক্রোসফট-এর পক্ষ থেকে বলা হয়, “এই বুদ্ধিদীপ্ত ক্যামেরা অ্যাপের মাধ্যমে আপনি শুধু ফোন ধরবেন এবং আশপাশের জগত নিয়ে তথ্য শুনতে পাবেন।”
“দৃশ্যমান জগতের একটি শ্রবণ অভিজ্ঞতা দেবে অ্যাপটি।”
অ্যাপটির জন্য কোনো মূল্য নিচ্ছে না মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
শুধু মাইক্রোসফট নয় অ্যাপল, গুগল, ফেইসবুক এবং অ্যামাজনও একই ধরনের প্রকল্পে কাজ করছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক খবরের সাইট সিনেট।
0 comments:
Post a Comment