এবিএইচের নতুন হিসাবরক্ষক সফটওয়্যার

এবিএইচের নতুন হিসাব রক্ষক সফটওয়্যার


তথ্য সুরক্ষার অনলাইনভিত্তিক একটি হিসাবরক্ষক সফটওয়্যার তৈরি করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এবিএইচ ওয়ার্ল্ডএবিএইচ ইজি অ্যাকাউন্টস নামের সফটওয়্যারটির মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকার পাবেন এটি তৎক্ষণাৎ নির্ভুল হিসাব-নিকাশ, লাভক্ষতি, দেনা-পাওনা, মজুদকৃত পণ্যের হিসাব, ফলাফল দিতে সক্ষম

সফটওয়্যারটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছেপ্রতিষ্ঠানের গ্রাহকদের ডেটাবেজ তৈরি করা, অনলাইনে বিল তৈরি, গ্রাহকদের কাছে মেইল পাঠানো, আর্থিক লেনদেনের হিসাব রাখার সুবিধা

সফটওয়্যারটি ব্যবহার করে যেকোনো জায়গায় বসে মোবাইলে বা ল্যাপটপে এক ক্লিকে প্রতিষ্ঠানের সব হিসাব-নিকাশের খোঁজখবর রাখা যায়

এবিএইচের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যারটি অনলাইনভিত্তিক হওয়াতে তথ্য হারানোর ভয় থাকেনা এটি নিরাপদ ব্যবহারবান্ধব এর অপারেটিং সিস্টেম এমনভাবে সাজানো যাতে যে কেউ সফটওয়্যারটি চালাতে পারবে বিস্তারিত জানা যাবে এবিএইচের ওয়েবসাইটে (http://abhworld.info) বিজ্ঞপ্তি

Share on Google Plus

0 comments:

Post a Comment

Updates
   24  
News    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন